রাজধানীর তেজগাঁওয়ে যানজট নিরসনে একটি মাল্টিপারপাস ট্রাক পার্কিং করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে ট্রাক টার্মিনাল সংলগ্ন সড়কটি দখলমুক্ত করতে গিয়ে বিক্ষুব্ধ চালক ও শ্রমিকদের প্রচণ্ড ক্ষোভের মুখে পড়েছিলেন প্রয়াত সাবেক মেয়র আনিসুল হক। সে সময় এখানে ট্রাক স্ট্যান্ড তৈরির ঘোষণা দিয়েছিলেন তিনি।
আজ বুধবার দুপুরে তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়ক এবং তেজগাঁও ট্রাক টার্মিনাল পরিদর্শনে গিয়ে বর্তমান মেয়র ট্রাক পার্কিং তৈরির বিষয়ে পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ডিএনসিসি মেয়র বলেন, এই টার্মিনালে দিনে পাঁচ হাজার ট্রাক আসা-যাওয়া করে। রাতে টার্মিনাল এবং সড়কে ট্রাক থাকে প্রায় দুই হাজার। এতে রাস্তায় জটলা তৈরি হয়। নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়।
তিনি আরও বলেন, তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের জায়গাটি রেলওয়ের। আমরা রেলওয়েকে চিঠি দিয়ে জায়গাটি ডিএনসিসির কাছে হস্তান্তর করতে বলব। প্রয়োজনে নিজেও রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধান করব।