ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের জন্য বোঝা নয় বরং উপযুক্ত পরিবেশ এবং কর্মের সুযোগ পেলে তারাও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ন ভমিকা রাখতে সক্ষম।
আজ বৃহষ্পতিবার বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) এবং ‘জবসবিডি’র যৌথ উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে শুরু হওয়া ‘আমাদেরও আছে কাজ করার অধিকার’ শীর্ষক কর্মসংস্থান মেলার উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
বিপিকেএসের নির্বাহী পরিচালক মোঃ আবদুস সাত্তার দুলালের সভাপতিত্বে সভায় ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মোঃ সবুর খান, ইয়র্ক ইউনিভার্সিটি ক্যানাডার স্কুল অব হেলথ পলিসি এন্ড ম্যানেজমেন্ট প্রফেসর ড. মার্সিয়া এইচ রিউক্স, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তফা জব্বার, জবসবিডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও মেলার আহ্বায়ক কে এম হাসান রিপন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিবন্ধকতাকে নয় বরং প্রতিবন্ধীদের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্যকে তুলে ধারার আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, প্রতিবন্ধীদের কাজের যোগ্যতা ভিত্তিক একটি তালিকা প্রণয়ণ করতে হবে।

যাতে আগ্রহী প্রতিষ্ঠানসমূহ সেই তালিকা অনুযায়ী তাদের নিয়োগ প্রদান করতে পারে।
অনুষ্ঠানে মেয়র আয়োজকদের শুধূ আনুষ্ঠানিকতার মধ্যে সীমাব্ধ না থেকে এর উদ্দেশ্য সফল করতে সবার অংশ গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

View Source PDF