প্রথম দিন অফিস করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আনিসুল হক। গতকাল রোববার বেলা ৩টার দিকে তিনি গুলশানের নগর ভবনে যান। পরে তিনি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে নগরবাসীকে যে ওয়াদাগুলো দিয়েছিলেন, তা যাতে তিনি পূরণ করতে পারেন, সেভাবে সবাইকে কাজ করতে হবে। তিনি বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে বিভাগীয় প্রধানদের কাছ থেকে অবহিত হন। বিকেল ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত কর্মকর্তাদের কাছ থেকে সিটি করপোরেশনের কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। এর আগে গত বুধবার তিনি নগর ভবনে গেলেও বেশি সময় থাকেননি। ফলে গতকালই মেয়র হিসেবে তার অফিস শুরু হলো।
Published in: সমকাল, ১১ মে ১৫