নগরবাসীর হাঁটার জন্য দখলদারদের ফুটপাথ ছেড়ে দেয়ার অনুরোধ জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, স্বেচ্ছায় ফুটপাত ছেড়ে না দিলে প্রয়োজনে বুলডোজার চালানো হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ‘স্বাস্থ্যসম্মত ও সহনীয় নগর’ শীর্ষক চতুর্থ নগর সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং আন্তর্জাতিক এনজিও ফোরাম (আইএনজিও) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

মেয়র আনিসুল হক বলেন, ফুটপাত থেকে দখলদার উচ্ছেদ খুবই কঠিন কাজ। এখানে তো প্রকাশ্যে বলা যাবে না কারা ফুটপাত দখল করে রেখেছে। তারপরও ঢাকার সব ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে।

তিনি বলেন, ‘আমার লোকজনদের বলেছি প্রথম দিন যাবা, হাতে ধরবা, বলবা স্যার আমার জায়গা ছেড়ে দেন। দ্বিতীয় দিন যাবা, বলবা স্যার, আপনি অনেক বড়লোক, ফুটপাত বোধ হয় ভুলে দখল হয়ে গেছে, স্যার আপনি মনে হয় টের পান নাই, ছেড়ে দেন। তৃতীয় দিন গিয়া পায়ে ধরবা, বলবা গরিবের ফুটপাত স্যার ছেড়ে দেন। তাও না ছাড়লে চতুর্থ দিন গিয়া বুলডোজার চালাইয়া দিবা। উই ডোন্ট কেয়ার। ইনশাল্লাহ আপনারা দেখবেন, উই উইল টেক আউট দিস।’

আনিসুল হক বলেন, একটি সুন্দর শহর প্রতিষ্ঠা করতে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। যেগুলো চাইলেও অতিক্রম করা কঠিন। তবে আগামী তিন বছর সাত মাস পর মেয়রের দায়িত্ব ছাড়ার সময় একটি অন্য রকম ঢাকা শহর তিনি উপহার দিয়ে যাবেন বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হ্যাবিটেট ফর হিউম্যানিটির ন্যাশান্যাল ডাইরেক্টর জন আরমস্ট্রং, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এ এস এম মাকসুদ কামাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফ্রেড উইটিভিন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম।