ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের পক্ষ থেকে বনানী কবরস্থানে আনিসুল হকের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

এ ছাড়া ডিএনসিসির গুলশান নগর ভবনে দুপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অসুস্থ থাকায় দোয়া ও মিলাদ মাহফিলে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ভার্চুয়ালি যোগদান করেন। দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে আতিকুল ইসলাম বলেন, ‘আমি হারিয়েছি একজন সহকর্মীকে। আমি হারিয়েছি একজন মানুষকে, যে স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করে। আনিস ভাই বেশ কিছু চ্যালেঞ্জিং কাজে হাত দিয়েছিলেন। যেগুলো উনি শেষ করতে পারেন নাই। আমি, কাউন্সিলররা আর সিটি করপোরেশনের সবাই মিলে তার কাজগুলো দ্রুত শেষ করব।’ তিনি আরও বলেন, ‘তার একটি প্রকল্প ছিল ইউটার্ন। এটি এই ডিসেম্বরে শেষ হবে। আনিস ভাই নিজের জন্য চিন্তা করেন নাই বরং করেছেন নগরবাসীর জন্য।’ দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বক্তব্য রাখেন।

View Source PDF