Published in: The Ekushey Television on April 18th, 2016
নাগরিক দুর্ভোগ কমাতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক শৌচাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সোমবার দুপুরে রাজধানীর সাতরাস্তা এলাকায় দুটি শৌচাগার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেয়র আরো জানান, নগরবাসীর দুর্ভোগ কমাতে ইতোমধ্যে ১৪টি শৌচাগারের নির্মাণ কাজ চলছে, আরো ১০০টি শৌচাগার নির্মাণ করা হবে। এছাড়া, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আগামী মে মাসের মধ্যে স্যুয়ারেজের কাজ শেষ করা হবে। এতে জলাবদ্ধতা ৬০ শতাংশ কমে আসবে বলে আশা প্রকাশ করেন মেয়র।