আনিসুল হক কখনো চাননি কর্মহীন জীবন যাপন করতে: রুবানা হক
annisulhuqadmin2024-04-09T04:15:40+00:00মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে প্রয়াত মেয়র আনিসুল হকের জন্য আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আনিসুল হকের স্ত্রী রুবানা হক। স্বামীর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কপালি মানুষ কপাল নিয়ে চলে গেছেন। সেটা শুধু একটি কারণে, প্রধানমন্ত্রী সেই জায়গাটা করে দিয়েছেন। আনিসুল যদি সরকারে না থাকতেন, তাহলে এতো মানুষের ভালোবাসা পেতেন না।