নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণে আনিসুল হক কোহর্ট উদ্বোধন
Md Sheikh Sadi2023-01-24T06:36:05+00:00ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের নামে, নারী উদ্যোক্তাদের জন্য শুরু হলো, সাত মাস মেয়াদি প্রশিক্ষণ প্রকল্প আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্ট্রোপ্রেনিওরস। আনিসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রকল্পটিতে প্রশিক্ষণ নেবেন ঢাকা ও ঢাকার বাইরের ৩৪ জন নারী উদ্যোক্তা।
Published in: নাগরিক, মার্চ ১৮, ২০২২