লাল ফিতায় বন্দি আনিসুল হকের ‘জলনিসর্গ’
Md Sheikh Sadi2023-06-14T04:06:25+00:00রাজধানী ঢাকাকে ‘জলনিসর্গ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের। হাতিরঝিলের মতো আরও তিনটি জলাঞ্চল ও ওয়াটার পার্ক তৈরি করতে চেয়েছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে হোঁচট খায় সেই স্বপ্নগুলো। লাল ফিতার দৌড়ে অনেক ফাইলের আড়ালে চাপা পড়ে যায় ‘জলনিসর্গ’ প্রকল্পের ফাইলও।
Published in: বাংলা ট্রিবিউন, ৫ মে ২০১৯