জনপ্রিয় মেয়র আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
Md Sheikh Sadi2023-06-18T09:16:32+00:00রাজধানীকে বাসযোগ্য মানবিক ঢাকা গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠা ঢাকা উত্তর সিটি কর্পেোরেশনের প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। যে কয়েকদিন দায়িত্ব পালন করেছেন তার মধ্যেই নগরবাসীর মনে সফল মেয়র হিসেবে স্থান করে নিয়েছিলেন।