অফুরান অনুপ্রেরণা হয়ে হৃদয়েই আছেন
Md Sheikh Sadi2023-01-30T10:07:11+00:00'আমার এখনও ভাবতে কষ্ট হয়, চার বছর হয়ে গেছে আনিস আমাদের চোখের আড়াল হয়ে গেছেন! তবে চোখের আড়াল হওয়া মানেই মনের আড়াল হওয়া নয়। তাকে আমরা প্রত্যেকে, পরিবারের সবাই আমাদের চিন্তা-চেতনায়, আমাদের আদর্শে ধারণ করি। তিনি চলে গেছেন, কাল (আজ মঙ্গলবার) চার বছর পূর্ণ হবে। কিন্তু এখনও তিনি আমাদের সবার সঙ্গে আষ্টেপৃষ্ঠে বেঁধে আছেন।'