বাবার কাছে খোলাচিঠি: সব থেকেও তুমি নেই…
Md Sheikh Sadi2023-12-14T05:59:14+00:00আব্বু, দেখতে দেখতে তুমি চলে যাওয়ার আজ ছয় বছর হলো। কীভাবে যে সময় চলে যাচ্ছে, চিন্তা করতেই অবাক লাগে। শত ব্যস্ততা, কিছু কষ্ট, কিছু হাসি এবং অনেক বৈচিত্র্যের মধ্যে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে জীবন। আমার বয়সও চল্লিশ হয়ে গেল। তোমার রেখে যাওয়া মানুষগুলোও ক্রমাগত আমাদের ছেড়ে চলে যাচ্ছে।