আনিসুল হকের নামে হয়েছে সড়ক, কিন্তু সরেনি সেই ট্রাক পার্কিং

2023-01-23T10:32:35+00:00

সড়কের ওপরে একসময় ছিলো সারি সারি ট্রাক আর কাভার্ড ভ্যান। দখল হয়ে গিয়েছিলো সাতরাস্তার মোড় থেকে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত সড়ক। উত্তর সিটির সাবেক প্রয়াত মেয়র আনিসুল হক চালক ও শ্রমিকদের তোপের মুখে নাগরিকদের জন্য দখলমুক্ত করেছিলেন সেই সড়ক। উত্তর সিটি করপোরেশন ২০১৮ সালের আনিসুল হকের নামে সেই সড়কের নামকরণ করলেও দখলমুক্ত রাখতে পারেননি সড়কটি। সড়কের ওপর আবারও পাকিং করা হচ্ছে ট্রাক-কাভার্ড ভ্যান। এতে যানজটে ভোগান্তিতে পড়ছেন মানুষ।