সরকার কি দেখেও দেখবে না?
Md Sheikh Sadi2023-06-14T05:55:10+00:00দেশে যদি সরকার থেকেই থাকে তবে সেই সরকারের মন্ত্রী, সাংসদ বা জনপ্রতিনিধিরা কি চান সরকারি জায়গা দখল করে দুষ্টচক্র অবৈধভাবে অর্থ উপার্জন করুক। তেজগাঁওয়ের সাতরাস্তা দখল করে আবার ট্রাকস্ট্যান্ড গড়ে উঠুক। ঢাকা শহরের যেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল তা আবার দখল হয়ে যাক ?