
স্বনির্মিত বহুমাত্রিক স্বপ্নপ্রিয় মানুষ আনিসুল হক। যার জীবনের গল্পই হল আর্থ-সামাজিক উদ্যোগের, নেতৃত্বের, স্বপ্ন দেখবার, দেখাবার, চ্যালেঞ্জ নেওয়ার, সমাধান করার। ২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হবার পর এই মানুষটি ঢাকার লক্ষ মানুষকে নতুন করে স্বপ্নের এক মায়াজালে জড়িয়েছিলেন। “সমস্যা চিহ্নিত, এবার সমাধান যাত্রা” এই আহ্বানে ঢাকাকে এক নতুন রুপে সাজাতে বদ্ধপরিকর ছিলেন স্বপ্নপ্রিয় এই সুপারমেয়র। অকাল প্রয়াত এ মানুষটি মাত্র আড়াই বৎসর মেয়রের দায়িত্ব পালন করে দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে ঢাকার সর্বশ্রেষ্ঠ মেয়র হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। স্বপ্নসারথি মেয়রের সমাধানযাত্রার নিম্নোক্ত মূল বিষয় গুলো সংরক্ষন ও বাস্তবায়ন করার মাঝেই তার স্বপ্ন লালিত হবে আমাদের মাঝে।
ঢাকার সমস্যা চিহ্নিত এবার সমাধান যাত্রা