নগর উন্নয়ন ভাবনা
Md Sheikh Sadi2023-01-24T05:26:01+00:00প্রয়াত মেয়র আনিসুলের হকের পর থেকে ঢাকার মেয়র পদটি এবং তাদের কার্যাবলি সবার নজরে আসছে আজকাল। এর আগে অনেকে এটিকে শুধুই একটি বড় পদ হিসেবে আঁকড়ে ধরে শুয়ে-বসে দিন কাটিয়েছেন—কাজের কাজ কিছু করেছেন বলে মনে পড়ে না। ফলে, আনিসুল হক-পরবর্তী মেয়রদের কাছে এখন পদটি একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।