থেমে আছে আনিসুল হকের ১২ উদ্যোগ
Md Sheikh Sadi2023-01-02T12:15:52+00:00মেয়র আনিসুল হকের মৃত্যুর পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২টি বড় উদ্যোগ থেমে আছে। জনদুর্ভোগ কমাতে চার হাজার বাস নামানো, ইউটার্ন নির্মাণ, ঢাকাকে সবুজ করার মতো ওই প্রকল্পগুলো তিনি হাতে নিয়েছিলেন। নগরবিদ ও ডিএনসিসির কর্মকর্তারা বলছেন, আনিসুল হক নাগরিক দুর্ভোগ কমাতে এ শহরের জন্য জরুরি কিছু উদ্যোগ নিয়েছিলেন।
Published in: বাংলা ট্রিবিউন, ২২ জুলাই ২০১৮