অবশেষে দখলমুক্ত আনিসুল হক সড়ক
Md Sheikh Sadi2023-01-23T11:08:14+00:00অবশেষে দখলমুক্ত হয়েছে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডসংলগ্ন মেয়র আনিসুল হক সড়ক। গতকাল দুপুর থেকে পুলিশ অভিযান শুরু করে। অভিযানের শুরুতে সড়কের দুই পাশে পার্ক করা কয়েক শ ট্রাক, কাভার্ড ভ্যান পিকআপ সরিয়ে নেওয়ার জন্য মাইকে ঘোষণা দেয়। পরবর্তীতে পুলিশ রেকার দিয়ে পার্ক করা গাড়ি সরিয়ে নেওয়া শুরু করে। এ অবস্থায় পরিস্থিতি দ্রুত পালটে যেতে শুরু করে।