মেয়র আনিসুল হক সড়কে ময়লার ভাগাড়
Md Sheikh Sadi2023-06-14T06:24:10+00:00তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন প্রয়াত মেয়র আনিসুল হক সড়ক ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। জমে থাকা ময়লা-আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সৃষ্টি হচ্ছে ডেঙ্গুবাহিত ভয়ংকর এডিস মশা। অন্যদিকে ফুটপাত ভেঙে বেহাল হয়ে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে সড়ক দিয়েই চলাচল করছে পথচারীরা।