বিদেশিদের রাস্তা পরিস্কার অভিযানের প্রশংসায় মেয়র
annisulhuqadmin2024-03-21T04:27:32+00:00ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক জানিয়েছেন, কিছু বিদেশি রাস্তায় যে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন সেটি নিয়ে তাঁর মধ্যে কোন ধরণের অস্বস্তি নেই। বিদেশিদের এই উদ্যোগের প্রশংসা করে তিনি বিবিসি বাংলাকে বলেন, মেয়র হিসেবে এই উদ্যোগের ব্যাপারে কোন নেতিবাচক মন্তব্য তিনি করতে চান না। যিনি কাজটি করছেন, তিনি ভালোর জন্যই কাজটি করছেন।
Published in: The BBC on August 25th, 2015