অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা শহরের উন্নয়নকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেন, ঢাকা শহরের উন্নয়নে ও পরিকল্পিত নগরায়নের জন্য পুরকৌশলীদের কাজ করতে হবে।
গতকাল সোমবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া দু’দিনব্যাপী সিভিল ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
দু’দিনব্যাপী এ আয়োজনের মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কনফারেন্স, পোস্টার ও প্রজেক্ট উপস্থাপন, পেপারব্রিজ প্রদর্শন,
টেকনিক্যাল সেমিনার, বিজ্ঞান অলিম্পিয়াড, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য বেনজির আহমেদ, মোহাম্মদ শাহজাহান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশের সভাপতি কবির আহমেদ ভূঁইয়া প্রমুখ।
Published in: সমকাল, ০৭ ফেব্রুয়ারি ১৭