অনলাইন রিপোর্টার॥ আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় রাস্তা ও ফুটপাতের জায়গা দখল করে গড়ে ওঠা দোকান সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি মেয়র আনিসুল হক। তা না হলে মার্চের দশ তারিখের পর ডিএনসিসির ভ্রাম্যমাণ মোবাইল টিম রাস্তায় রাস্তায় ঘুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে ‘নাগরিক দুর্ভোগ নিরসনে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক ডিএনসিসি আয়োজিত মতবিনিময় সভাপতিত্ব করেন মেয়র আনিসুল হক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন বাজার ও দোকান মালিক সমিতির নেতারা এই আলোচনায় অংশ নেন। সভায় ‍ আনিসুল দোকানদারদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা আইনি ঝামেলায় যেতে চাই না। মামলায় আপনারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। দোকানের বাইরে এক ইঞ্চিও মালামাল বাইরে রাখতে পারবেন না। আপনাদের যতটুকু জায়গা বরাদ্দ আছে। তার বাইরে এক ইঞ্চিও রাখার কোনো অধিকার নেই।’ বিভিন্ন মার্কেটের বর্জ্য ব্যবস্থাপনার সম্পর্কে তিনি বলেন,‘আপনারা নিজেদের মত করে ডাস্টবিন করুন। সেখানে আবর্জনা রাখুন। সিটি কর্পোরেশন নির্দিষ্ট সময়ে সেখান থেকে আবর্জনা সংগ্রহ করবে।’ মেয়র বলেন, ‘আমি রাতে ঘুরে ঘুরে দেখেছি যে অধিকাংশ দোকানের ব্যবসায়ীরাই নির্দিষ্ট জায়গার বাইরে রাস্তার ওপর মালামাল রেখে ব্যবসা করছেন। পাবলিক স্পেস মুক্ত করতে আমরা আপনাদের সাহায্য চাই

View Source PDF