ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন। আনিসুল হকের সবুজ ঢাকা স্বপ্ন বাস্তবায়নে ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল উদ্যোগের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা। গ্রিন সেভারস এসোসিয়েশনের এই উদ্যোগের মাধ্যমে বিনামূল্যে নগরবাসীর গাছের পরিচর্যা করবে ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল।