আনিসুল হক মেয়র নির্বাচিত হওয়ার পর নগর উন্নয়নে করণীয় নির্ধারণে বসেছিলেন নগরবিদ, পরিকল্পনাবিদ ও স্থপতিদের সঙ্গে। জনগণের অগ্রাধিকার ভিত্তিতে উঠে আসা প্রকল্প ঘিরে চলছিল আলোচনা। সেই স্মৃতিচারণা করে নগর বিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক ছিলেন কর্মোদ্যমী মানুষ। মেয়রের দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে তিনি জানতেন। জানতেন নিজের কাজের সমালোচনা করতে। যে কোনো প্রকল্প গ্রহণের আগে সে-সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে তিনি আলোচনায় বসতেন। রাত-দিন এক করে কাজ করতেন তিনি। স্বচ্ছতা-জবাবদিহিতা ছিল তাঁর প্রথম শর্ত। সেবা সংস্থার সমন্বয়, গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর মতো গুরুদায়িত্ব তিনি তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। ঢাকার নাগরিক হিসেবে আনিসুল হকের মতো মেয়র চাইব- এটাই তো স্বাভাবিক।

View Source PDF